তারাকান্দায় নারীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দায় পুনিশ হেনা (৩৭) নামেএক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কে উপজেলার কাকনী এলাকার স্বপ্না ইটখলার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সড়ক দিয়ে হেটেk. যাওয়ার সময় অজ্ঞাত একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিলে তিনি মারা যান।
মরদেহটি দেখতে পেয়ে তারাকান্দা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহে উদ্ধার করেন।
পুলিম তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয সনাক্ত করেন। পুনিশ জানান, নিহত নারী হেনা (৩৭)নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকপুর শৃনই মেঘারকান্দা গ্রামের হাছেন আলীর কন্যা।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহান রিপোর্ট করে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পেরণ করেছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য