বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

তারাকান্দায় গালাগাঁও ইউনিয়নে ১০ টাকা কেজি'র চাল আত্মসাৎ অভিযোগ ড়িলারের বিরুদ্ধে



তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচির (১০টাকা) কেজি দামের ৮শ' কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের কাচারী বাজারে চালের ডিলারের সহযোগী এমদাদুল হকের দোকান  থেকে এ চাল জব্দ করে উদ্ধার করা হয়। 

গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, গত বুধবার মধ্যরাতে খাদ্য বান্ধন কর্মসূচির চালগুলো ডিলার তার সহযোগী এমদাদুল হকের দোকানে রেখে দেয়। বিষয়টা স্থানীয়রা ঠের পেয়ে প্রশাসনকে অবহিত করেলে পুলিশ চাল উদ্ধার করে।
চেয়ারম্যান অারো বলেন ডিলারশিপ বাতিলসহ ঔই ড়িলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদ করা চাল গুলো উদ্ধার করা হয়। 
     খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার, তারাকান্দা উপজেলা কৃষকলীগের যুগ্ন অাহবায়ক ও গালাগাঁও  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। 
     এলাকায় অভিযোগ উঠেছে ডিলারের যোগসাশে এই কান্ড ঘঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনা পরিস্থিতে খাদ্য বান্ধন কর্মসূচির চাল আত্মসাত কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য