বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

তারাকান্দা থেকে পাচারকৃত চাউল পূর্বধলা থেকে উদ্ধার।





নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার ওএমএস এর প্রায় ১ টন (২৭ বস্তা) চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। একটির নাম্বার ময়মনসিংহ-হ-১২-০১৫৩ অন্যটি নাম্বার বিহীন কোন কাগজপত্র নেই।
আজ সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা থেকে তিনটি মোটর সাইকেলে করে ৪ বস্তা চাল নিয়ে পূর্বধলার দিকে আসছিল। এ সময় উপজেলার হোগলা চৌরাস্তা নামক স্থানে সাবেক ইউপি মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডা. মো: আশরাফ ও হাবিব ব্যাপারি সহ স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা মোটর সাইকেল আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা দুুইটি মোটরসাইকেল রেখে অন্যটি নিয়ে পালিয়ে যায়। চক্রের সাথে জড়িত পলাতক ব্যাক্তিরা হলেন হোগলার চলিতডহর গ্রামের আমিন খানের ছেলে রাজিব খান ও নূর ইসলামের ছেলে সোহাগ খান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জটিয়াবর গ্রামের আতিক সরকারের চাল কল থেকে ১৫ বস্তা ও জামকোনা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
তারাকান্দা উপজেলার খামারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীনের ভাতিজা আশরাফুল ইসলাম সরকার ওএমএস চালের ডিলার। জানা যায় তার সাথে যোগাযোগ করে এই চাল আনা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মনজুরুল হক ও ওসি এলএসডি মশিউর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম আমাদের প্রতিনিধিকে বলেন, জব্দকৃত চাল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। ইতিমধ্যে দুদক ও জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান বলেন, ঘটনাটি ডায়েরিভুক্ত করে রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি কারণ কোন অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া তারাকান্দা উপজেলা খাদ্য অফিসকে বিষয়টি অবহিত করা হয়েছে ওখান থেকে তথ্য উপাত্ত সরবরাহ করে এবং এর উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধার কাজে সার্বিক তত্বাবধান পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সর্বমহলকে সহযোগিতা করেন হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন। তিনি বলেন, চালগুলো পাশ্ববর্তী উপজেলা থেকে একটি চক্র পূর্বধলা উপজেলায় নিয়ে আসছিল। চালগুলো সরকারি এটা চিহ্নিত করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য