রাকিবুল হাসান এর নতুন কবিতা কথা!
রূপের চেয়ে কথা অনেক দামি, তাই ত অন্য কারো দিকে নজর দেইনি আমি।
তুমার কথার বাকে হারিয়ে গেছে মন,
তাই ত শুধু তোমাকে চাই আমি সারাক্ষন।
কথার জালে আটকে গেছে মন,
নিয়ে ভালবাসার বন্ধন।
তাহার অজান্তেই আমার এই মন,
বুনতে শুরু করেছে মাকড়সার মত স্বপ্নের জীবন।
বেধেছে এই মনে বাসা,
নিয়ে তোমাকে পাবার আশা।
এই দুনিয়া রূপের কাছে সর্বদা মগ্ন,
বোকার দল ইহা জানে না,রূপ ত ক্ষনিকের জন্য।
রূপ ত অকালে যাবে ঝড়ে সময়ের তরে,
শুধু কথা গুলো রয়ে যাবে এ মনের স্মৃতি জুড়ে।
রূপের চেয়ে কথা অনেক দামি,
আমরা ইহা সকলে সম্মতি দিতে নাহি জানি।
রূপের চেয়ে কথা অনেক দামি,
রূপ নয় কথা দিয়ে যেন সকলে জীবন গড়তে জানি।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য