মঙ্গলবার, ১ জুন, ২০২১

তারাকান্দায় কলেজ শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার।

 



ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৬ নং ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজার এলাকায় মিতু সেন(১৮)নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মিতু সেন উপজেলার কেন্দুয়া গ্রামের অকুল সেনের কন্যা।



খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(তদন্ত)ঝুটন কুমার বর্মনের নেতৃত্বে থানা পুলিশের এসআই আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্স।


তারাকান্দা থানার এসআই আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করছি মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে এ বিষয়ে তারাকান্দা থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে মামলা নং (১১)১/৬/২০২১ ইং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য