গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের রিয়াজ মিয়াকে,(৩৬) হত্যা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গাজীপুর জেলা শ্রীপুর পৌর বাসিন্দা রিয়াজ মিয়া নিরাপত্তা চেয়ে ১৫ এপ্রিল বুধবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সারাদেশে যখন করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। পাশাপাশি গাজীপুর জেলা করোনা ভাইরাস সংক্রামনের সংখ্যা বেশী থাকায় পুরো জেলা লকডাউন করা হয়। ঠিক তখন জেলা প্রসাশকের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে শ্রীপুর পৌরসভার গিলারচালার বাসিন্দা বিএনপির নেতা তাহের সব ধরনের দোকানপাট খোলা রাখার নির্দেশ প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। আর এসব বিষয়ে রিয়াজ প্রতিবাদ করায় ও এলাকায় অবস্থিত দোকানপাটের কিছু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে গণমাধ্যমকর্মীদের সরবাহ করায় এতে খ্রিপ্ত হয়ে তাহের ও তার দলবলসহ রিয়াজের উপর আক্রোমন করে বলে দাবি করা করা হয়।
অভিযোগসূত্রে জানা যায় ১। মাে: তাহের (৪০), পিতা- বিসমিল্লাহ, ২।মুগবুল (৩৫), পিতা- অজ্ঞাত, উভয় সা. গিলারচালা, থানা- শ্রীপুর, জেলা গাজীপুর ।এরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতি লােক হিসাবে এলাকায় পরিচিত। বর্তমানে সারা দেশে মহামারি করোনাভাইরাস দেখা দেওয়ায় বিবাদীদ্বয়কে রাস্তাঘাটে এলোপাথারী ভাবে চলা ফেরা না করার জন্য অনুরোধ করে কিন্তু তাতে কোন কর্ণপাত না করে বরং তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। উক্ত আক্রোশে রিয়াজকে মারপিট সহ খুন জখম করিবে মর্মে হুমকি দিয়া আসিতে থাকে। ঘটনার তারিখ অর্থাৎ ১৫/০৪/২০২০ ইং সকাল অনুমান ৯.৩০টার সময় উক্ত বিবাদীগন পরস্পর যোগসাজসে, পূর্ব পরিকল্পিত ভাবে এক অপরের প্ররোচনা ধারালাে না, লাঠি, লােহার রড, খোর ইত্যাদি দেশীয় মারাত্নক অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া রিয়াজের বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া তাকে খুন জখমের
উদ্দেশ্য আক্রমন করে। এবং ঘটনার পরে তার ছোট ভাইয়ের স্ত্রী শাহীনুর আক্তারের পরিহিত কাপড় টানা হেচড়া করিয়া অর্ধ বিবস্র করিয়া সম্মানহানি
ঘটায়। পরে বিবাদীগন তার ঘরের মালামাল ভাংচুর করিয়া অনুমান ৫০ হাজার টাকার ক্ষতি সাধন
করে। এবং ২নং বিবাদী তার ঘরের সুকেসের ড্রয়ারে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, প্রাথমিক পর্যায়ে অভিযোগটি পেয়েছি ।পরবর্তীতে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্দেশ্য আক্রমন করে। এবং ঘটনার পরে তার ছোট ভাইয়ের স্ত্রী শাহীনুর আক্তারের পরিহিত কাপড় টানা হেচড়া করিয়া অর্ধ বিবস্র করিয়া সম্মানহানি
ঘটায়। পরে বিবাদীগন তার ঘরের মালামাল ভাংচুর করিয়া অনুমান ৫০ হাজার টাকার ক্ষতি সাধন
করে। এবং ২নং বিবাদী তার ঘরের সুকেসের ড্রয়ারে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, প্রাথমিক পর্যায়ে অভিযোগটি পেয়েছি ।পরবর্তীতে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্র online
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য