তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের তারাকান্দা সড়ক দুর্ঘটনায় ২ উপজাতি নিহত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ঢাকুয়া ইউনিয়নে টিউ- তারাকান্দা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন উপজেলা ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণ সাহের ছেলে প্রদীপ মানকিন (৪০), জয়চাঁদের ছেলে কেলেমেন (৪৫)।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে স্হানীয় একটি মুড়ির মিল থেকে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত একটি মাহেন্দ্র পিকআপ মিলটি থেকে বেরিয়ে রাস্তায় আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঐ দুই যুবক গুরুতর আহত হয় । স্হানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ওই দুই যুবকের মৃত্যু হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানান, পিকআপ ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ঘাতক পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য