মো: সাহিদুজ্জামান (সবুজ)
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগ সভাপতি মো: মনিরুজ্জামান মামুনের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। ছাত্রলীগ সভাপতি ও তার পরিবার সূত্রে জানাযায়, সভাপতি মামুনকে জড়িয়ে ২০লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল নির্ধারণের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে করা হয়েছে। ভুক্তভোগী মামুন জানান, আদালতের প্রাপ্ত নোটিশে যে চেকটি উল্লেখ করা হয়েছে ওই চেকটি তার অজান্তে হারিয়েছে এবং উল্লেখিত চেকে তার স্বাক্ষর জাল করে ১৮লাখ টাকা লিপিবদ্ধ করে আদালতে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা মিথ্যা বানোয়াট। একটি কুচক্রী মহল রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি মূলক ভিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরো বলেন, মামলার বাদি কামরুল ইসলাম চাঁন মিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। তার কাছ থেকে আমি কোনো টাকা ধার নেইনি। ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলায় যে রায় হয়েছে ওই চেকটি কোনো এক সময় চুরি হয়েছে। কামরুল ইসলাম (চাঁন মিয়া) ২০১৬ সালে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন। কিন্তু কামরুল যে চেকের মাধ্যমে আদালতে মামলা করেছে ওই চেকের উপরে আদালতে চেক চুরির মামলা রয়েছে এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের প্রস্ততি চলছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য