বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

ভালুকায় পৃথক দুইটি মশাল মিছিল বের করেছে নেতাকর্মীরা

 


বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় পৃথক দুইটি মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে ভালুকার গফরগাঁও সড়কের ফায়ার সার্ভিস মোড় থেকে ছাত্রদলের একটি মিছিল নিশাইগঞ্জ নামক স্থানে গিয়ে শেষ হয়।

অপরদিকে, উপজেলা পৌর বিএনপির উদ্যোগে পৌরসদরে আরও একটি মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদর থেকে শুরু করে ৩নং ওয়ার্ডের চাপড়বাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।





শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য