শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ২০

 


ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছে ২০ জন।
নিহত রফিকুল ইসলাম(৪৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আবু সায়িদের ছেলে।গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে।

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।



পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব১১-৭৯৭১) ইমাদপুর নামক স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এই ঘটনায় আহত হয় আরও ২০যাত্রী। গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনা সততা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, এ ঘটনায় এসআই সবুজ মিয়া বাসটি জব্দ করে করেছেন। এ বিষয়ে আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য