শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

 


ময়মনসিংহের তারাকান্দায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিনেশের ছেলে শ্যামল (১৩) তাদের উঠানে টিউবওয়েলপাড়ে হাতমুখ ধোয়ার জন্য গেলে টিউবঅয়েল পাড়ে টিনের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার দিলে ঘরে থাকা তার মা অঞ্জলী রানী(৪৬) তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে উদ্ধার করার জন্য বড় মেয়ে লক্ষী(২১) তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হলে অঞ্জলি রানী ও লক্ষী রানী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আহত শ্যামলকে স্থানীয় চিকিৎসা দেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি এবং ফুলপুর-তারাকান্দার এসপি সার্কেল জনাব আতাহারুল ইসলাম তালুকদার স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিনে তদন্ত করি। পরে উক্ত বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয় ।





শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য