ভালবাসা প্রিয়জন
তোমায় ছাড়া চলেনা জীবন
যে ভালবাসা টাকা আছে
সে ভালবাসা ঘুরে পিছে।
কেউ ভাবেনা প্রিয়জন
সবার শুধু টাকার প্রয়োজন
যার যত সম্পদ আছে
ভালবাসা টানে কাছে।
বাবার বাড়ী দিতে চাইলে টাকা
শ্বাশুড়ীর মুখ হয়ে যায় বাকা
স্বামী / সন্তান চাহিদা মাএ দিবে টাকা
না দিলে তুমিই – সব থেকেও – একা।
টাকার জন্য তোমার সংসারে প্রয়োজন
চাকুরীজীবি বউ সংসারে হয়না প্রিয়জন
ননদ/ নন্দাই, দেবর জা, টাকা ধার চায়
ধারের টাকা চাইতেগেলে পিঠেপরে দু”ঘা।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য