শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

প্রয়োজন

 

ভালবাসা প্রিয়জন
তোমায় ছাড়া চলেনা জীবন
যে ভালবাসা টাকা আছে
সে ভালবাসা ঘুরে পিছে।

কেউ ভাবেনা প্রিয়জন
সবার শুধু টাকার প্রয়োজন
যার যত সম্পদ আছে
ভালবাসা টানে কাছে।

বাবার বাড়ী দিতে চাইলে টাকা
শ্বাশুড়ীর মুখ হয়ে যায় বাকা
স্বামী / সন্তান চাহিদা মাএ দিবে টাকা
না দিলে তুমিই – সব থেকেও – একা।

টাকার জন্য তোমার সংসারে প্রয়োজন
চাকুরীজীবি বউ সংসারে হয়না প্রিয়জন
ননদ/ নন্দাই, দেবর জা, টাকা ধার চায়
ধারের টাকা চাইতেগেলে পিঠেপরে দু”ঘা।




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য