শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মা তার ছেলেকে ধরিয়ে দিলো ইয়াবাসহ

 


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিদের্শে ও অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা(সার্কেল) মহোদয়ের এবং ভাংগা থানার অফিসার ইনচার্জ মহোদয়ে সার্বিক তত্বাবধায়নে আমি এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ ভাংগা থানাধীন আজিমনগর ইউনিয়নের অন্তগর্ত পাতরাই দিঘীরপাড়া(পূর্ব) জনৈক আইয়ুব আলী মৃধার বাগানে ভিতর হতে গতকাল ৮/১০/২০২১ তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী আসামী এমডি. শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা(৪০), পিতা মৃত- আইয়ুব আলী মৃধা, সাং-পাতরাই দিঘীরপাড়া(পূর্ব), থানা-ভাংগা, জেলা–ফরিদপুর গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামীর নিকট ১২ (বারো) পিচ উদ্ধার করি।

আসামী এমডি. শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা এর মা” তার ছেলেকে ইয়াবার নেশা থেকে ফিরানোর জন্য বহুবার চেষ্টা করেও তাকে ইয়াবার মরণ নেশার পথ থেকে ফিরাতে পারেনি। ফারুক ইয়াবা সেবন করে তার মা” এবং তার সন্তানের উপর বিভিন্ন সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন করে। অবশেষে ইং-০৮/১০/২০২১ তারিখ দুপুরে তার ছেলে ফারুক এর নিকট ইয়াবা ট্যাবলেট দেখে ডাক-চিৎকার দিয়ে লোকজনকে জড়ো করে।

স্থানীয় লোকজনের সহায়তায় তার মা” ফারুক কে আটক করে ভাংগা থানায় সংবাদ দেয়। একজন প্রতিবাদী- সাহসী আদর্শ মায়ের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার স্থানীয় জনগণের সম্মুখে ফারুক কে ইয়াবা সহ আটক করি। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আসামী এমডি. শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

সূত্রdeshergarjan



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য