শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মাদ্রাসার ছাত্রদের চুল কাঁটাকে কেন্দ্র করে শিক্ষক গ্রেপ্তার



 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: গতকাল (৮ অক্টোবর) শুক্রবার রাতে পৌনে ৯টার দিকে মঞ্জুরুল করিম নামে এক মাদ্রাসার শিক্ষকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে তাকে থানায় নিয়ে যায়। গত বুধবার ক্লাস চলাকালীন সময়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার হামছাদী কাজির দিঘির পাড় আলিম মাদরাসার সকল ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদরাসায় আসতে বলা হয়েছে। দাখিলের কয়েকজন ছাত্র কমিটির চার শিক্ষকের কথার অবাধ্য হওয়ার কারণে কয়েকজনের চুল কেটে দেয় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির।

পরে তারা ক্লাস না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়। এরপর ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার তদন্তকারি কর্মকর্তা থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে আজ শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ওই মাদরাসায় গিয়ে চুল কাটার ঘটনাটি কয়েকজন ছাত্র, তাদের অভিভাবক ও অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলি এবং ঘটনার সত্যতা পেয়েছি।

মাদরাসার শিক্ষক মঞ্জুরুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকল ছাত্রকে পরীক্ষার আগের দিন চুল কেটে মাদরাসায় আসতে বলেছি। দাখিলের কয়েকজন ছাত্র কমিটির চার শিক্ষকের কথার অবাধ্য হওয়ার কারণে কয়েকজনের চুল কেটে দিয়েছি। তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকা ও নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই কমিটির আমি সহ আরো তিন শিক্ষকের উপস্থিতিতে চুল কেটে দিয়েছি।

একটা পক্ষ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা করছেন। মাদরাসা সুপার মাওলানা বালাকাত উল্লাহ বলেন, ঘটনাটি কোন ছাত্র বা তাদের অভিভাবক অভিযোগ করেননি। আজ শুক্রবার থানার এস আই কামাল হোসেন ঘটনা তদন্ত করেছেন। তবে কোন ছাত্র ও তাদের অভিভাবক কোন অভিযোগ করেননি।

সূত্রdeshergarjan


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য