তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় মোঃ সায়েম আলমগীর সরকার টুটুল আহ্বায়ক ও মোঃ মাজহারুল ইসলামকে সদস্য সচিব করে উপজেলা তাঁতী লীগের ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার(১০এপ্রিল) এ কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম জুয়েল ও সাধারন সম্পাদক আমানুল ইসলাম জলিল।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম সরকার, মোঃ শহিদুল খান,মোঃআসগর আলী,আসিম কুমার সাহা,মোঃ আসাদুল ইসলাম,মোঃইউসুফ আলী,রাসেল তালুকদার।
সদস্যরা হলেন মোঃআল আমিন সরকার লিটন,শরিফ চৌধুরি কমল,শরিফুল ইসলাম,জুয়েল মিয়া,মোঃজামাল সরকার,মোঃরাহিন সরকার,মোঃআবু হানিফা মানিক,মোঃশেখ সেলিম,মোঃ মিজানুর রহমান,মোঃরানা সরকার,মোঃআব্দুল কুদ্দুস,রঞ্জন কুমার সিংহ,রাকিব সরকার ,মোঃ সুমন মিয়া,মোঃ রফিকুল ইসলাম,মোঃরহিম সরকার,মোছাঃজরিনা খাতুন,মোঃরাকিবুল ইসলাম রবি,মোঃসজিব মিয়া,মোঃসোহেল মিয়া,মোঃমুখলেসুর রহমান,সাইদুল ইসলাম,হারুন আর রশীদ,মোঃবারেক মিয়া,হুমায়ুন শেখ,আজহারুল ইসলাম খোকা,হৃদয় হাসান সুমন,মোঃরনি আকন্দ,মোশারফ হোসেন রুবেল,মাসুদ রানা পরশ,মোঃরমজান আলী,আন্তর জয়।
উক্ত কমিটিকে ময়মনসিংহ জেলা কমিটি ১০/৪/২০২১তারিখ হতে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেয়া হয়।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য