বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

তারাকান্দায় প্রমিলা ফুটবল খেলোয়াড়দের সম্মানে ইফতার মাহফিল

 



 তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায়  সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সম্মানে আজ বৃহস্পতিবার এইচ.এ ডিজিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

জানা গেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ এর সহযোগিতায় এইচ.এ.ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের রুমে ইফতার পার্টির আয়োজন করা হয়। 

 ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।

 আরও উপস্থিত ছিলেন সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন, ক্লাবের আজীবন দাতা সদস্য এবং এইচ.এ.ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান খান, ক্লাবের সভাপতি ও কোচ মোঃ মিলন খান, ক্লাবের কো-অর্ডিনেটর রাসেল আকন্দ, ক্লাবের ট্রেইনার আবু সিদ্দিক মিয়া সহ ক্লাবের খেলোয়াড় বৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সাগর তালুকদার,নাজমুল হক, লিখন আহমেদ,শহিদুল্লাহ খান,বাড়ই পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গ্রামীন ব্যাংকের ব্যবস্হাপক মহিউদ্দিন আহমেদ আল ফারুক,  এইচ.এ.ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোহেল ইমন,প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর প্রান্ত হাসনাত, প্রভাষক ও শিক্ষক মন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইফতার মাহফিলে দোয়া ও তেলাওয়াত পরিচালনা করেন,হযরত মাওলানা মোঃ মতিউর রহমান ও হযরত মাওলানা মোঃ আজিজুল হক আজাদী।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য