বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

তারাকান্দায় বিসকা ইউনিয়নে খিচা নামক স্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩



তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন।


বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলার খিচায় এ দুর্ঘটনা ঘটে।


তারাকান্দার থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনাগামী ট্রাক ময়ময়সিংহগামী অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। তারা সকলে অটোরিকশার যাত্রী।


নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর উজির কোনা গ্রামের অটোরিকশাচালক শহীদুল ইসলাম শহীদ (৩৩), রামনগর গ্রামের খলিল মিয়া (৩২) এবং আলমপুর গ্রামে মাসুম (২৮)।


ওসি আবুল খায়ের জানান, ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। 



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য