সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ধর্ষণ-অপহরণের মামলায় ৭ জনের দণ্ড

 


সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের চারটি মামলায় তিনজনকে যাবজ্জীবন ও চারজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি নান্টু রায়।

এর মধ্যে অপহরণ মামলায় চারজনকের ১৪ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ জরিমানার টাকা ভুক্তভোগী নারীরা ক্ষতিপূরণ হিসেবে পাবেন বলে রায়ে বলা হয়েছে।

ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের আবদুল বাতির ওরফে বাতেন, ছাতক উপজেলার ছাতক পৌরসভায় গণক্ষাই এলাকার কাঞ্জন বিশ্বাস ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়া ওরফে স্বপন।

অপহরণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- ছাতকের আন্দাইরগাঁও গ্রামের জালাল উদ্দিন, হেলাল উদ্দিন, সজল মিয়া ও অজুদ মিয়া। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য