সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

৬ ঘণ্টা পর কিশোরগঞ্জে ট্রেন চলাচল শুরু

 


প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতি মধুয়ারচর এলাকায় স্লিপারবাহী একটি ট্রেনের বগির চারটি চাকা লাইনচ্যুত হলে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে ভৈরব স্টেশনে নেয়। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর বিকেল ৪টায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন যাতায়াত শুরু করেছে।

জানা যায়, ময়মনসিংহের দুরমুজ এলাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী মালবাহী ট্রেনটি সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতীর ব্রিজ অতিক্রম করার পর ট্রেনের একটি বগির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেন মানিকখালী এবং ভৈরবগামী এগারো সিন্ধু ট্রেনটি কুলিয়ারচরে রেলস্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ভৈরবে আটকা পড়ে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সাত কার্জ দিবসরে মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত টিমের আহ্বায়ক এসএসএই মো. সুলাইমান বলেন, ট্রেনে বগি জাম্পিংয়ের কারণেই এ ঘটনা ঘটেছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য