শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রামে গাড়ি ক্রেতার পৌনে তিন লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ গ্রেফতার

 


চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে এক গাড়ি ক্রেতার দুই লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকেই সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে।

বাকি আসামিরা হলেন- সোর্স রিপন ও হারুন, গাড়িচালক রাজু। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে।

মামলার বাদী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলোখিয়া দক্ষিণপাড়ার মো. আবু জাফর। তিনি গাজীপুরের গাছা এলাকায় বসবাস করেন।

বাদী জানান, ২০ ডিসেম্বর তিনি একটি পিকআপ কিনতে গাজীপুর থেকে সীতাকুণ্ডে যান। দামে মিল না হওয়ায় তিনি গাড়ি না কিনে সন্ধ্যায় ফিরে যাওয়ার জন্য সীতাকুণ্ড পৌর সদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল আলম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম ও দুই সোর্স নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা জাফরের কাছে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেন। পরে জেনারেল হাসপাতালে নিয়ে পেটে ইয়াবা রয়েছে বলে ভয় দেখিয়ে এক্স-রে করান। এক্স-রে করে ইয়াবা না পেলেও গাড়ি কেনার জন্য তার সঙ্গে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার গাড়িতে তুলে দেন।

আবু জাফর আরো জানান, ওইদিন তিনি ঢাকায় ফিরলেও পরে সুবিচারের আশায় পুনরায় সীতাকুণ্ড থানায় গিয়ে পুরো ঘটনা জানান। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন চট্টগ্রামের পুলিশ সুপার।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল করিম বলেন, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

s ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য