শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ঢাকার বাস বন্ধ, পাবনা যাত্রীদের ভোগান্তি

 



সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দেয়া ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।

বৃহস্পতিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পাবনার বাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, মাঝে মধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার বাস ড্রাইভার ও শ্রমিকদের বিনা কারণে মারধর করে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবারও ঢাকাগামী পাবনা এক্সপ্রসের হেলপার ও সুপারভাইজারকে মারধর করা হয়েছে। এ কারণে বৃহস্পতিবার রাত থেকে সব বাস বন্ধ করা হয়েছে।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। শনিবার পাবনা ও শাহজাদপুররে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ ও পাবনার মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনের চেষ্টা চলছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য