সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের বৃআঙ্গারু মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারজু খাতুন ওই উপজেলার কায়েমপুর ইউনিয়নের ইসমাইল সরকারের মেয়ে।
কায়েমপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আবুল কালাম জানান, রাতে কেউ একজন নারজু খাতুনকে ডেকে নিয়ে গেছে। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়েছে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য