মোঃ সাহিদুজ্জামান (সবুজ)
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ- ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের মনোনয়ন প্রর্তাশী আওয়ামী সেচ্ছা সেবক লীগ সভাপতি মো: সোহেল মোল্লা। গত দুইদিনে শতাদিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সদস্য, যুবলীগ নেতাকর্মী, ছাত্র লীগ নেতাকর্মীদের সফর সঙ্গী করে, মেদুয়ারী ইউনিয়নের হর গোপাল সরকারবাড়ী মন্দির, কালী কুমার বাড়ী মন্দির, কুমার বাড়ী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে, মনোনয়ন প্রর্তাশী মো: সোহেল মোল্লা বলেন, দূর্গাদেবী ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সব ধর্ম, বর্ণ শ্রেণী পেশার মানুষ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজায় মিলিত হয় তাই করোনা পরিস্থিতিতে এবার সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে সকলকেই চলতে হবে, আপনারা শরীরের তাপমাত্রা মেপে মন্দিরে প্রবেশ করবেন, মাস্ক ছাড়া কাউকেই মন্ডপে প্রবেশ করাতে দিবেন না। পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোতে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রধান করেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য