সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ভালুকায় মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ আশরাফুল ইসলাম সকলের দোয়া প্রার্থী

 



মোঃ সাহিদুজ্জামান (সবুজ)

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :-  ময়মনসিংহের ভালুকা ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড বাসীর সকলের  নিকট হাজী মোঃ আশরাফুল ইসলাম  দোয়া প্রার্থী। তিনি ১০নং হবিরবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড  যুবলীগের সাধারণ সম্পাদক, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সম্মানিত সদস্য এবং প্রতি থানার স্কুল মাদ্রাসা ভিত্তিক বাৎসরিক কুরআন প্রতিযোগিতা আল খিতমা ফাউন্ডেশনের চেয়ারম্যান।   এলাকার উন্নয়ন ও জনগণের সেবার দ্বারা ভালুকার হবিরবাড়ী ৫নং  ওয়ার্ড বাসীকে এগিয়ে নিয়ে যাওয়া তার এক মাত্র লক্ষ।  সর্বদাই অসহায়দের যেকোন বিপদ আপদে সাহায্য সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেন তিনি। ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ আশরাফুল ইসলাম জানান, আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই এবং হবিরবাড়ীর  ৫নং ওয়ার্ডকে দেশের অন্যতম উন্নত ওয়ার্ড হিসাবে পরিণত করতে এলাকাবাসীর সহযোগিতা প্রার্থণা করছি। করোনায় ভাইরাস সংকটকালীন সময় বিভিন্ন এলাকার  অসহায় পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেছেন তিনি। মানুষের সেবা করার সকল গুণাবলিই তার মধ্যে আছে। তাকে সামনের নির্বাচনে ভোট  দিয়ে সবার পাশে থাকার সহায়তা করা সকলের দায়িত্ব।  ওই ওয়ার্ডের সাধারণ জনগণ জানান, আসন্য ইউপি নির্বাচনে  হাজী মোঃ আশরাফুল ইসলাম ভাই একজন যোগ্য পদ প্রার্থী। সে নির্বাচিত হলে গ্রামের দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি’। মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ আশরাফুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামের মানুষের কাছে একটি চাওয়া, আপনারা আমাকে একটি রাত পাহারায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়ের মালা পরিধান করান, আমি আপনাদের পাঁচটি বছর পাহারা দিবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য