তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা
মোঃ আনোয়ার হোসেন, তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা আজ শনিবার বিকেল স্থানীয় মধুমন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্ত্তী রুনু ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। আরও বিশেষ অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল প্রমূখ।
৭১সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটির সকলকে পরিচয় করে দেন সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জিয়াউল হক জিয়া, আজাহারুল ইসলাম সরকার ।
এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যদের ক্রেস্ট তুলে দেন নেতৃত্ব।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য