বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম-১



চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম নামের একব্যক্তিকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে পিতা-পুত্রের বিরুদ্ধে। আহত ব্যক্তি হরিহরনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাসূত্রে জানা যায়, মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের সামনে দিয়ে একটি শিশুর যাতায়াত করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ঘটনার জের ধরে হরিহরনগর গ্রামের মৃত ভোলাই মণ্ডলের ছেলে আব্দুল আলিম ঘবা ও তার ছেলে নাজমুল ইসলাম লোহার রড দিয়ে কপালে আঘাত করে রক্তাক্ত জখম করে মফিজুলকে। তার চোখ এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মফিজুলের চিৎকারে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তার কপাল ও চোয়ালে মোট ২১টি সেলাই করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় আহতের ভাই মোঃ আবু সাঈদ বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। এই বিষয়ে জীবননগর থানার (ওসি) মোঃসাইফুল ইসলাম জানান ঘটনাটা বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া পেয়েছি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য