বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

রাজশাহীতে অজ্ঞাত তরণী সড়ক দুর্ঘটনায় আহত



নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায় অটোরিকশার অজ্ঞাত এক যুবতি যাত্রী সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখান তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অজ্ঞাত ওই যুবতির আনুমানিক বয়স ২২-২৫ বছর। ওই তার জ্ঞান ফিরলেও তিনি তার নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছেন না।
হাসপাতালের পুলিশ বক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য