বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৪

 



সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় সড়কে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। 



আজ সকাল সাড়ে ৭টায় দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদানীনগর এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছেন। 

অন্যদিকে, অবরোধকারীরা সকাল ৮টার দিকে কাচপুর সাজেদা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে সরকারবিরোধী শ্লোগান দেয় এবং গাড়ি ভাঙচুর করে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। পাশাপাশি পুলিশ, র‌্য্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য