বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ধান মাড়াই করছিলেন বাবা-মা, লরির চাকায় পিষ্ট শিশু

 



ময়মনসিংহের হালুয়াঘাটে লরির চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দেরবাড়ি গ্রামের কাঁচা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম আলিফ। সে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া গ্রামের চা বিক্রেতা আবু বক্কর সিদ্দিকের ছেলে। 



স্থানীয়রা জানায়, নিহত শিশুর বাবা-মা বাড়ির সামনে আমন ধান মাড়ানোর কাজ করছিলেন। নিহত আলিফ অন্য শিশুদের সঙ্গে রাস্তার পাশে রাখা ধানের খড়ের স্তুপে খেলা করছিল। এসময় শিশুটি হঠাৎ করেই লরির চাকার নিচে পড়ে যায়। পড়ে স্থানীয়রা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর লরিটির চালক পালিয়ে যায়। কিন্তু লরিটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, শিশুটির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য