শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

মা ইলিশ ধরার অপরাধে মোবাইল কোট পরিচালয় তিনজনকে ১ বছরের জেল



 ভোলা প্রতিনিধি: আজ (৭ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় একটি সুত্রের ভিত্তিতে জেল সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জামাল হোসেন এর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনাকসলে (০৩) জন জেলে কে তেতুলিয়া নদী থেকে আটক করে ভোলা সদর উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের সমন্বয়ে।



আসামীদ্বয়কে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয় এবং তিন (০৩) হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য