ময়মনসিংহের তারাকান্দায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজ মঙ্গলবার তারাকান্দা উপজেলা সভাকক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতা ও তারাকান্দা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা সভাপতিত্ব করেন, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ।
উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
দিনব্যাপী কর্মশালা অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউজ্জামান,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, ইউএনও মিজাবে রহমত, তারাকান্দা উপজেলা আওয়ামী লগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন প্রমূখ।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য