মঙ্গলবার, ১ জুন, ২০২১

তারাকান্দায় দেড়কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


          তারাকান্দায় দেড়কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আন্তঃজেলা এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় তারাকান্দা থানার অফিসার ইনর্চাজ(ও সি) আবুল খায়েরের দিকনির্দেশনা এ, এস,আইরুবেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তারাকান্দা বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ তাহেরপুর থানার মধ্য তাহেরপুর  গ্রামের আব্দুল আলী খার পুত্র সুজন (৩০)কে গ্রেপ্তার করে। ধৃত মাদক কারবারি সুজনের হাজার থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য