ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে মেসার্স তালুকদার মুড়ির মিল এর বিরুদ্বে পরিবেশ দুষণের অভিযোগ ওঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় মেসার্স তালুকদার মুড়ির মিলে মুড়ি ভাজার সময় ব্যবহিত বালি ও ছাই বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়ছে চারিদিকে। যার ফলে এই মিলের আশে পাশের বসত বাড়ির আসবাবপত্র সহ ঘরের রাখা কাপড়চোপড়ে জমছে ময়লা। শ্বাসকষ্টে ভোগছে শিশু ও বৃদ্ধরা।এই মিলের ধুলা বালি ছাই বসতবাড়িসহ আশেপাশের বাড়িতে পড়ে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। ফলে ওই এলাকা বসবাসরত লোকজন সহ শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
মেসার্স তালুকদার মুড়ির মিলের ছাই ও ধুলাবালি থেকে মুক্তির জন্য কেন্দুয়া গ্রামের সাইন উদ্দিন এর ছেলে আনোয়ার বাধিত হয়ে গত ৬ ই মে ২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন উপজেলাধীন ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে মেসার্স তালুকদার মুড়ির মিল এর ধুলা বালি ছাই আমার বসতবাড়িসহ আশেপাশের বাড়িতে পড়ে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। ফলে ওই এলাকা বসবাসরত লােকজনসহ শিশুরা বিভিন্ন রাগে আক্রান্ত হচ্ছে।
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা যে, উক্ত বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।
এ বিষয়ে মেসার্স তালুকদার মুড়ির মিলের কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাদের অনেক হেডাম তাই কেউ কিছু বলে না বা বলতে পারে না হাতের হাত উপর মহল পর্যন্ত
উত্তরমুছুনতাদের
মুছুনকিছু
উত্তরমুছুন