শুক্রবার, ৭ মে, ২০২১

গাজীপুর নগরে বাস চাপায় অটোরিকশা যাত্রী বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।

 


গাজীপুর প্রতিনিধি, সংবাদটিভি

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর নগরের নগরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ((২৩) চাঁদপুরের হাইমচর থানার ছোট লক্ষ্মীপুরের আব্দুর রহিমের স্ত্রী এবং তার শাশুড়ি একই এলাকার আবুল বেপারীর স্ত্রী মহিমা বেগম (৫০)। তারা গাজীপুর নগরের সালনা এলাকা বসবাস করতেন।

বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, বিকেল ৩টার দিকে গাজীপুর নগরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই নারী সালনা যাচ্ছিলেন। তারা সম্পর্কে বউ ও শাশুড়ি।

পথে গাজীপুর মহানগরের নগরপাড়া এলাকায় বিআরটিসি ট্রেইনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপরীতগামী একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই তারা মারা যান এবং অটোচালক আহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য