শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

রমজানের ও করোনা হিলিতে সবজীর দাম বেড়েছে দ্বিগুণ






পবিত্র মাহে রমজান শুরু  করোনা সংক্রমণ বৃদ্ধি কারণে দ্বিতীয় ধাপের সর্বাত্মক লকডাউনে তারাকান্দা  উপজেলার কেন্দুয়া   বাজারে দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে সবজির দাম হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো এদিকে চাহিদা তুলোনায় আমদানি কম হওয়ায় বেড়েছে সবজির দামএমনটিই বলছেন সবজি ব্যবসায়ীরাশনবিার (১৭ এপ্রিলদুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে,পবিত্র মাহে রমজান  সর্বাত্মক লকডাউনের আগের দিনে প্রতিটি সবজির দাম যা ছিলোতা মাহে রমজান  লকডাউন শুরুতে বেড়েছে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি



 প্রকার ভেদে বেগুনের দাম ছিলো ৩০ টাকালকডাউন  রমজানের শুরুতে তা বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি  টাকার শসাএখন ৫০ টাকাপটলের দাম ছিলো ৪০ টাকাএখন তা ১০০ টাকা কেজি ঢেঁরস ছিলো ২৫ টাকা এখন তা ৫০ টাকা  বাজারে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে সবজি কিনতে আসা একজন ভ্যান চালক বাবুল হোসেন বলেনএকদুই দিনে এতো সবজির দাম বেড়ে গেছেভাবতেই পারতেছি না আমরা গরীব মানুষদিন খাঁটিদিন খায় এখন তো রমজান মাসতারপর আবার লকডাউনসারাদিন ভ্যান চালায়ে যা কামাই হয় তা দিয়ে আর সংসার চলছে না আবার দেখছি প্রতিটি সবজির দাম নাগালের বাহিরে কি যে করিশরফি নামে একজন সবজি ক্রেতার সাথে কথা হয়তিনি বলেনসবজি বাজার করতে এসে আমি হতবাক হলাম বাজারে সব জিনিসের দাম বেশি হঠাৎ এতো দাম বাড়লেআমরা সাধারণ মানুষ কি ভাবে চলবোকাকে বলব,আর কে বা শুনবেকেন্দুয়া বাজারে খুচরা ব্যবসায়ী আবুল বাসার ও রফকিুল বলেনমাহে রমজান  লকডাউনে সব সবজির দাম বেড়ে গেছে বেশি দামে কিনতে হচ্ছে আমরা কি করবআর দাম বেশি হওয়ায় ক্রেতাদের সাথে কথা বেশি বলতে হচ্ছে এদিকে আবার লকডাউনের কারণে বাজারে ক্রেতার উপস্থিতি আগের তুলনায় অর্ধেক কি যে করি ভাই ভেবে পাচ্ছি নালকডাউনের কারণে রমজানের শুরুতে হঠাৎ করে সবজি বাহির থেকে কম আমদানি হচ্ছে আবার চাহিদা  বেশিযার কারণে বেশি দামে আমাদের কিনতে হচ্ছে আবার তা বেশি দামে বিক্রি করছি আমদানি বৃদ্ধি পেলে সবজির বাজার আবার কমে আসবে বলে মনে হচ্ছে

 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য