বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

বয়ফ্রেন্ডকে বিয়ে করতে ক্যান্সার রোগীর অভিনয়, অর্থ যোগানোর নতুন কৌশল

 



দীর্ঘদিনের প্রেমিক জেমসকে বিয়ে করতে প্রতারণার নতুন কৌশল বানিয়েছেন ইংল্যান্ডের চেশায়ারে ২৯ বছর বয়সী যুবতী টনি স্ট্যানডেন। তিনি বিয়ের জন্য অর্থ যোগানোর জন্য বন্ধুদের নিজের মিথ্যা ক্যান্সর আক্রান্ত হওয়ার খবর জানালেন। হাতে বেশী সময় নেই বলে সবাইকে বোকাও বানিয়েছেন সেই তরুণী। 

ইংল্যান্ডের চেশায়ারে ২৯ বছর বয়সী যুবতী টনি স্ট্যানডেন এমন মিথ্যা কথা বলে হাতিয়ে নিয়েছে ৮৫০০ পাউন্ড। কিন্তু তার এমন প্রতারণা দীর্ঘ হয়নি বরং ধরা পড়ে যায় বন্ধুদের কাছেই। এতে টনি স্ট্যানডেনকে এখন স্বামীর ঘরের বদলে জেলের ভাত খেতে হচ্ছে। স্ট্যানডেনের এমন প্রতারণার জন্য আদালত তাকে ৫ মাসের জেল দিয়েছে।

এমনই খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, টনি স্ট্যানডেন বন্ধুদের কাছে আর্থিক আবেদন জানানোর পর তারা গো ফান্ড মি নামে একটি পেজ খোলেন। এতে তার চিকিৎসার খরচের জন্য অর্থ সহায়তা চাওয়া হয়।

টনি তার পার্টনার জেমসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। এর জন্য টনির আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে এমন প্রতারণার আশ্রয় নেয়। কিন্তু যখন দেখা যায় টনি ক্যান্সার আক্রান্ত নয়, তখন বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন টনি। সেখানে নিজের দোষও স্বীকার করে নেন। তাকে স্থানীয় এক ব্যবসায়ী ২০০০ পাউন্ড দান করেছিলেন। সেই অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আদালত তাকে ৫ মাসের জেল দেয়।

s ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য