শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

বরিশালে ড্রামে লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

 


বরিশালের গৌরনদীতে বাসের ভেতর প্লাস্টিকের ড্রামে গৃহবধূর লাশ পাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার দুপুরে নগরীর রূপাতলীতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- গৌরনদী উপজেলার ভীমেরপার গ্রামের আব্দুল খালেক হাওলাদার ও তার স্ত্রী রহিমা বেগম।

পিবিআই’র পুলিশ সুপার মো. হুমায়ুন কবির জানান, নিহত সাবিনা বেগমের প্রবাসী স্বামীর কাছে টাকা পান খালেক। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০ নভেম্বর সাবিনা বেগমকে ডেকে নগরীর কাশিপুর এলাকায় নিয়ে হত্যা করে খালেক। ওইদিন সন্ধ্যার পর লাশ ড্রামে করে বাস তুলে গৌরনদীর ভুরঘাটায় নিয়ে যায়। এরপর সুযোগ পেয়ে পালিয়ে যায়। বাসের এক স্টাফ মালিক বিহীন ড্রামটি খুলে বোরকা পরা নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো জানান, ওই ঘটনায় মামলা হলে পিবিআই ২৩ নভেম্বর তদন্তের ভার নেয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিজলতলা থেকে মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার গ্রেফতার করা হয় তার স্ত্রী রহিমা বেগমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে দুই আসামি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য