শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

শিশু সামনুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 



রাজধানীর মিরপুরে স্কুলছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মাহফুজুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিসি ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজধানীর মিরপুরে বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির স্কুলছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মাহফুজুর রহমান রনি পলাতক ছিলেন। অবশেষে প্রযুক্তির সহায়তায় লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে। 

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে তারা। ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকাও দিয়েছিল সামনুনের পরিবার। কিন্তু সামনুনের মরদেহ সামনে রেখেই অপহরণকারীরা সেই কল দিয়েছিল। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য