শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

 



রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) এবং আসমা বেগম (৪২)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি, বিষের ম্যানুয়াল বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরো জানান, গ্রেফতাররা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

  s ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য