শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

তারাকান্দায় ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেফতার

 


                        তারাকান্দায় ডিবি পুলিশের অভিযানে জুয়ারি গ্রেফতার

 তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলাকালে জুয়াড়িকে আটক করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে উপজেলার ফতেপুর গ্রামে জুয়াখেলা অবস্থা সিরাজুল ইসলাম, ওমর আলী, হারুন অর রশিদ : মজিদকে তাস আটক করে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

জেলা ডিবি' ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য