গাড়ি খুবই উগ্রভাবে চালাচ্ছে দেখে ট্রাফিক পুলিশ তাকে থামতে বলে। আর এটাই যেন তার জন্য কাল হয়ে যায়। সেই ট্রাফিককে গাড়ির ওপরে তুলে টেনে নিয়ে যায় সেই গাড়ির ড্রাইভার। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায়। পরে সিসিটিভি ফুটেজে পুরো ভিডিওটি দেখা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি ব্যস্ত রাস্তার মধ্যে ‘জিগজ্যাগ’ করে চালাচ্ছিল ওই যুবক। সেই সময় তাকে আটকাতে গেলে ট্রাফিককে ধাক্কা মেরে টানতে টানতে কিছুদূর নিয়ে যায় গাড়িটি। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ওই গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হয়
অভিযুক্ত চালকের নাম শুভম এবং সে দিল্লির উত্তম নগরের বাসিন্দা। গাড়িতে শুধু একা শুভম ছিল না। সঙ্গে আরেক বন্ধ রাহুলকে নিয়ে গাড়ি চালাচ্ছিল সে। দিল্লির ধৌলা কুয়াঁ থেকে তিলক নগরের দিকে যাচ্ছিল গাড়িটি।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য