মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

তারাকান্দা সাড়ে ৩ বছরের শিশু ধর্ষনের শিকার

 


ময়মনসিংহের তারাকান্দা সাড়ে ৩ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে।

জানা গেছে, গত রবিবার বিকালে খেলাকরা কালে উপজেলার রামপুর ইউনিয়নের চাড়িয়া গ্রামের হাসিম উদ্দিনের লম্পট পুত্র জাহাঙ্গীর (২০) পাশের বাড়ির ফুফাত বোন শিশু কন্যা (ভাগিনী)কে চিপস দেয়ার প্রলোভনে তার ঘরে নিয়ে ধর্ষন করে। ওই শিশুর পড়নে প্যান্টে ধর্ষনের আলামতসহ কান্নাকাটি করে তার মায়ের কাছে বলে। ওই শিশুর মা শরীফা আক্তার জানান, তার শিশু কন্যা রাতে ব্যথায় চিৎকার ও কান্না কাটি করলে স্থানীয় চাড়িয়া বাজারের এক ওষুধ দোকানের ডাক্তারকে বাড়িকে ডেকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। পরদিন সোমবার ভোরে ধর্ষনকারীর পিতা হাসিম উদ্দিনকে জানাইলে, যা পারছ, তা করগা বলে হুমকি দেয়। ওই দিন  সোমবার সন্ধ্যায় ধর্ষিত শিশুসহ তার মা শরীফা আক্তার তারাকান্দা থানা আসিয়া  ধর্ষনকারী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, ধর্ষনকারীকে গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ধর্ষিত শিশুর ডাক্তারী পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্ধী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

1 টি মন্তব্য:

ধন্যবাদ কমেন্ট করার জন্য