সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ভালুকায় জীবনকর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল


ভালুকায় জীবনকর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল


মোঃ সাহিদুজ্জামান সবুজ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাআলাই এর স্মরণে জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল উপজেলার কাঁঠালি সানির মোড় এলাকায় মারকাজ জামে মসজিদে  মুফতি আতিকুল ইসলাম শেখ (দাঃবাঃ) এর সভাপতিত্বে, হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ খান (দাঃবাঃ) এর সঞ্চালনায় জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন  হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (দাঃবাঃ) এবং বিশেষ অতিথির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল কালাম আজাদ (দাঃবাঃ), মুফতি মুহিবুল্লাহ (দাঃবাঃ), মুফতি মাহাবুল্লাহ (দাঃবাঃ), মুফতি আমির ইবনে আহমদ(দাঃবাঃ), মুফতী শরীফুল ইসলাম (দাঃবাঃ) ও মোঃ খলিল রহমান খান। এসময় সকল বক্তারা দ্বীন ইসলামের উপর বিশেষ বয়ান পেশ করেন। 




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য