চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রামের কালীতলার মাঠের একটি বটগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শনিবার সকালে বাদেমাজু গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরো জানান, লাশের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য