শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

হাতে লেখা ‘বিসমিল্লাহ’, ভারতে কাটা হলো মুসলিম যুবকের হাত


হাতের ট্যাটুতে লেখা ৭৮৬। এই সংখ্যাটি ‘বিসমিল্লা’ শব্দেরই প্রতিরূপ ধরা হয়। এটা দেখে এক মুসলিম যুবকের হাত কে’টে দেয়া হয়েছে বলে অভি’যোগ পাওয়া গেছে।
এ ঘটনা ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথে। এ ঘটনা ঘটে গত ২৪ আগস্ট। ৭ সেপ্টেম্বর মা’মলা হলে এ ঘটনা জানাজানি হয়। খবর- নিউজ ১৮, ইন্ডিয়া.কম।
জানা যায়, ২৮ বছর বয়স ইখলাখ সালমানি। পেশায় একজন নাপিত। ল’কডা’উনে কাজ নেই তাই সাহারানপুর থেকে পানিপথে রওনা হন। ৩৩ কিলোমিটার চলার পর রাতে কৃষ্ণপুরে আশ্রয় নেন এক পার্কে। রাতের অন্ধকারে তার নাম পরিচয় জানতে চায় দুই যুবক। ইখলাখ অভি’যোগ করে, নাম বলতেই তাকে মা’রতে থাকে।
এরপর মা’রের কারণে দীর্ঘক্ষণ জ্ঞান হা’রানো’র পর চেতন ফিরে পানি চান। এসময় ইখলাখের হাতে ট্যাটুতে লেখা ৭৮৬ দেখে হাত কে’;টে নেয় ওই যুবকেরা। এরপর ইখলাখকে ফেলে আসা হয় কিষাণপুর রেল স্টেশনের ধারে। পরদিন জ্ঞা’ন ফিরলে ইখলাখ পথচা’রীদের সাহায্যে বাড়িতে খবর দেন।
তবে পানিপথ পুলিশ জানায়, ইখলাখের বি’রু’দ্ধে শিশু যৌ’ন হয়’রা’নির অভি’যোগ পাওয়া গেছে। সাত বছরের শিশু যৌ’ন হয়’রা’নির সময় ধরা পরে। পা’লিয়ে যাবার সময়ে তিনি আ’হত হয়।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য