তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বিগত ১২ বছর যাবৎ গৌরিপুর উপজেলার মোঃ নয়ন মিয়া(২৮) তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া খন্দকার বাড়ির সাবেক ব্যাংক কর্মকর্তা(এজিএম) খন্দকার আলতাফ হোসের বাড়িতে সস্ত্রীক কেয়ারটেকারের কাজ করে আসছিল।গতকাল বিকেলে বোরাধান পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক পাখা চালু করতে গিয়ে মাল্টিপ্ল্যাগে লাইন সংযোগ দেয়,পাখাটি চালু না হওয়ায় সে ভাবে মাল্টিপ্ল্যাগে সমস্যা আছে, টেস্টার দিয়ে পরীক্ষা না করেই মাল্টিপ্ল্যাগের সংযোগ দেখার সময় তারে হাত লেগে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তার দু'টো মেয়ে আছে,বড়মেয়ের বয়স ৮ বছর ছোটমেয়ের ৪ বছর।খুব বিস্বস্ত ও ভালো হওয়ায় খন্দকার বাড়ির সবাই মিলে এখানেই তাকে থাকতে দিয়েছিল।একটানা ১২ বছর ধরে বারইপাড়া গ্রামে বাসবাস করায় প্রতিটি মানুষের অত্যন্ত প্রিয়পাত্র ছিলো মোঃ নয়ন মিয়া।বিদ্যুতের শর্টসার্কিটে তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য