মঙ্গলবার, ১২ মে, ২০২০

ময়মসসিংহে সাচ মানবাধিকার কমিটিতে সভাপতি সাকিব ও সম্পাদক আমিনুল

ময়মনসিংহ প্রতিনিধি: সাচ মানবধিকার সোসাইটি বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার কমিটির নির্বাচনে হযরত আহমেদ সাকিব সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোসাম্মদ মুর্শিদা আকতার কাকলি, মোঃ মিজানুর রহমান ( হিরো মিজান) কে সহ সভাপতি পদে বহাল করা হয়েছে। .মোঃ আমিনুল ইসলাম বিনা প্রতিদন্দিদায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোঃ আব্দুল আওয়াল কে সহ সাধারন সম্পাদক পদে বহাল করা হয়েছে। হযরত আহমেদ সাকিব -৭৮ ভোট ও মুর্শিদা আকতার কাকলি পেয়ে -০৫ ভোট। মোট _৮৩ জন ভোট প্রয়োগ করেন মোবাইলের মধ্যে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য