সরকারিভাবে দোকান ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ময়মনসিংহ নগরীর দোকান ও শপিং মল।
শনিবার (৯ মে) দুপুরে সিটি করপোরেশনের হলরুমে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম।
তিনি বলেন, ‘দোকান মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান ও শপিং মল আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে তদারকির জন্য চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য