বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

তারাকান্দা কাকনীতে চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান



 ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চলমান সময়ে কাকনী ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে ।
জানা গেছে , উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের কর্মহীন বিভিন্ন পেশার শ্রমজীবি অসহায়দের মাঝে চেয়ারম্যান মশিউর রহমান রিপন আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়,দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপন জনান, জননেত্রী শেখ হাসিনার ৩১ দফার গাইড লাইন অনুসরন করে,চাল বিতরণ ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী দিক নির্দেশনায় করোনা পরিস্থিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমার ইউনিয়নে।
এ সময় উপস্থিত ছিলেন
ইউপি সচিব মুহা:আসাদুজ্জান,
যুবলীগ নেত আজারুল ইসলাম লুটু, ইউপি সদস্য বাবুল মন্ডল, আব্দুল জলিল প্রমুখ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য