বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

যশোরের আলোচিত লিপি ফেনসিডিলসহ গ্রেফতার



যশোরের কখনো সংবাদ কর্মী, কখনো কলগার্ল, কখনো মানবধিকার কর্মী সেজে নানা অপরাধ করে বেড়ানো সেই মাদকব্যবসায়ী লিপি আক্তার (২৬) এবার চৌগাছায় ফেনসিডিলসহ আটক হয়েছে। লিপি চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের মৃত- হানিফের মেয়ে। মঙ্গলবার দুপুরে তাকে শহরের সাবেক উত্তরণ সিনেমা হল এলাকা থেকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেক ২৬ বোতল ফেনসিডিল ও ১ লিটার মাম পানির বোতলে রাখা ফেনসিডিল উদ্ধার হয়েছে। চৌগাছা থানার ওসির রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের উত্তরণ সিনেমা হল এলকায় অভিযান চালিয়ে আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী লিপি (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাম পানির বোতলে ১ লিটার এবং ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় গ্রেফতারকৃত লিপি যশোরের আলেচিত মহিলা মাদক ব্যবসায়ী। যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি চৌগাছার একজন ইটভাটা ব্যবসায়ীর। পুলিশ আরো জানায়, এই নারী ও পালিয়ে যাওয়া তিন পুরুষ সকলেই বসে যশোরে পাঠানোর উদ্দেশ্যে ফেনসিডিল প্যাকেট করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের নেতৃত্বে এসআই রাজেশ, এসআই রিপন, এসআই শাহিন, এসআই মান্নানসহ পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় পুরুষ তিনব্যক্তি ছাদের উপরদিয়ে লাফিয়ে পালিয়ে গেলেও লিপি খাতুন গ্রেফতার হয়। উল্লেখ্য, এই লিপি কিছুদিন আগে যশোর কোতয়ালী পুলিশের হাতে ওয়াকিটকিসহ গ্রেফতার হয়েছিল। কখনো সাংবাদিক বা কখনো সিআইডি পুলিশের পরিচয়ে ওয়াটকি নিয়ে যশোর জেলাসহ বিভিন্ন উপজেলায় একটি মোটরসাইকেল চালিয়ে দাপিয়ে বেড়ায় এই লিপি। বিভিন্ন উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ীদের সাথে রয়েছে তার সখ্যতা। ওসি রিফাত খান রাজীব আরো জানান, লিপিসহ পলাতক তিনজনের নামে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিপির নামে যশোর কোতয়ালী থানায় মামলা আছে বলেও নিশ্চিত করেছেন ওসি রিফাত খান রাজীব।
সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য